কেপিসিএলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার
দ্য রিপোর্ট প্রতিবেদক : বিদ্যুৎ সরবরাহের জন্য খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (কেপিসিএল) সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার। এতে করে আগামী পাঁচ বছর পর্যন্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) এবং খুলনা পাওয়ারের মধ্যে স্বাক্ষরিত চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ইতোমধ্যে তা নবায়ন করা হয়েছে।
এতে করে আগামী পাঁচ বছর পর্যন্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড ১১০ মেগাওয়াটের বার্জ মাউন্টেড পাওয়ার প্ল্যান্ট চালু রাখতে পারবে। চুক্তির নতুন সময়সীমা গত ১২ অক্টোবর ২০১৩ থেকে কার্যকর হবে।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/এজেড/ফেব্রুয়ারি ৫, ২০১৪)