মাদারীপুরে নিখোঁজের ৫ দিন পর লাশ উদ্ধার
মাদারীপুর সংবাদদাতা : জেলা শহরের মাস্টার কলোনি এলাকার একটি পুকুর থেকে শামীম সরদার (১৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের পাঁচ দিন পর বুধবার সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
শামীম পাঠককান্দি এলাকার মৃত বাবুল সর্দারের ছেলে।
যুবকের পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকে শামীম সরদার নিখোঁজ হন। তবে ওই দিন রাতে মাস্টার কলোনি এলাকার পুকুরপাড়ে কয়েকজন যুবক মাদক সেবন করে। পুলিশ তাদের তাড়া করে একজনকে আটক করে। বাকিরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
আটক যুবকের কথামতো, শামীম ওই পুকুরের পানিতে পড়ে যায়। সেদিন থেকে অনেক খোঁজাখুজির পর বুধবার সকালে শামীমের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে মাদারীপুর হাসপাতাল মর্গে পাঠায়।
যুবকের মা ইয়াসমীন আক্তার অভিযোগ করে বলেন, ‘পুলিশ পিটিয়ে আমার ছেলেকে খুন করেছে।’ সদর থানার (ওসি) মোফাজ্জেল হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, অভিযোগটি ভিত্তিহীন।
(দ্য রিপোর্ট/এসএইটি/ইইউ/এমসি/এজেড/ফেব্রুয়ারি ৫, ২০১৪)