হাসন রাজা লোক উৎসব বৃহস্পতিবার শুরু
সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জে শুরু হচ্ছে তিনদিনের হাসন রাজা লোক উৎসব। শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার এ উৎসব শুরু হবে।
হাসন রাজা পরিষদের সাধারণ সম্পাদক সামারিন দেওয়ান জানান, বৃহস্পতিবার বিকেলে উৎসবের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি আরও জানান, উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা জামান আব্বাসী, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ পীর ফজলুর রহমান মিসবাহ প্রমুখ।
(দ্য রিপোর্ট/আরএম/ইইউ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ৫, ২০১৪)