রংপুর সংবাদদাতা : জেলার মিঠাপুকুরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বুধবার সকাল ১১টার দিকে নয়ন (৩২) নামে এক যুবক মারা গেছেন। তিনি ওই উপজেলার শুকুরেরহাট গেনেয়ারপাড়া এলাকার সামছুল চেয়ারম্যানের ছেলে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন দ্য রিপোর্টকে জানান, নয়ন তার জমি চাষ করার জন্য একটি ট্রাক্টর চঞ্চল ও বিদ্যুতের জমির ওপর দিয়ে নিয়ে যাচ্ছিলেন। ট্রাক্টরের চাপায় রোপা নষ্ট হওয়ার ঘটনায় মঙ্গলবার উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে নয়নকে বুধবার সকাল ১১টায় চঞ্চল ও বিদ্যুৎ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। চঞ্চল ও বিদ্যুৎকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/আরএইচআর/এমএইচও/এমডি/এজেড/ফেব্রুয়ারি ৫, ২০১৪)