রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
রাজবাড়ী সংবাদদাতা : রাজবাড়ীতে জেলা ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাববুর রশীদ হাবীবসহ সব নেতাকর্মীর নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে এ সমাবেশ করা হয়।
ছাত্রদল রাজবাড়ী সরকারি কলেজ শাখার উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১১ টায় কলেজ ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সহ-সভাপতি অশোক কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি খায়রুল আনাম বকুল, কলেজ শাখার সভাপতি সোহেল মণ্ডল, সাধারণ সম্পাদক ওমর ফারুক, মো. টোকন, নাজমুল হাসান জনি প্রমুখ।
(দ্য রিপোর্ট/কেটিএম/এমএইচও/ এমডি/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)