নোয়াখালী সংবাদদাতা : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীর পাঁচটি উপজেলায় প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাছাই-বাছাই সম্পন্ন হয়েছে। যাছাই-বাছাই শেষে ৩২ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ২৫ ভাইস-চেয়ারম্যান ও ১১ মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।

২৭ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হচ্ছে- সদর, সোনাইমুড়ি, চাটখিল, কোম্পানীগঞ্জ ও কবিরহাট।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বুধবার সকালে জানানো হয়, মঙ্গলবার প্রার্থী বাছাইয়ে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে বিভিন্ন কারণে ১৩ প্রার্থীর মনোনয়ন প্রাথমিকভাবে বাতিল ঘোষণা করা হয়েছে।

বৈধ প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে- সদরে সাত, সোনাইমুড়িতে দশ, চাটখিলে পাঁচ, কোম্পানীগঞ্জে পাঁচ ও কবিরহাটে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ভাইস-চেয়ারম্যান পদে- সদরে ছয়, সোনাইমুড়িতে সাত, কোম্পনীগঞ্জে দুই, কবিরহাটে সাত ও চাটখিলে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে- সদরে দুই, কোম্পানীগঞ্জে দুই, সোনাইমুড়িতে দুই, কবিরহাটে তিন ও চাটখিলে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উল্লেখ্য, নোয়াখালীর পাঁচটি উপজেলায় মোট চেয়ারম্যান পদে ৩৭, ভাইস চেয়ারম্যান পদে ২৯ ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ১৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

(দ্য রিপোর্ট/এইউএম/এমএইচও/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)