সিরিয়া সংঘাতে ১০ হাজার শিশু নিহত
দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ায় তিন বছর ধরে চলা সংঘাতে কমপক্ষে ১০ হাজার শিশু নিহত হয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এ ছাড়া সরকারের বন্দিশালায় শিশুদের ওপর যৌন নিপীড়ন চালানো হয়েছে বলেও নতুন ওই প্রতিবেদনে জাতিসংঘের পর্যবেক্ষকরা জানিয়েছেন।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধ করার জন্য শিশুদের ধরে এনেছে সরকারি বাহিনী। তাদের ওপর চালানো হয়েছে অত্যাচার নির্যাতন।
শিশুদের ওপর ২০১১ সালের মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতের প্রভাব নিয়ে এই প্রথম জাতিসংঘ কোনো প্রতিবেদন প্রকাশ করল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গত সপ্তাহে এই প্রতিবেদনটি উপস্থাপন করা হয়েছে। জাতিসংঘের পৃষ্টপোষকতায় সিরিয়া সরকার ও বিদ্রোহীদের মধ্যে সুইজারল্যান্ডে শান্তি আলোচনা চলাকালে এই প্রতিবেদন প্রকাশ করেছিল জাতিসংঘ।
ওই প্রতিবেদনটি সোমবার জনসম্মুখে প্রকাশ করে জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব বান কি-মুনের শিশু ও সশস্ত্র সংঘাত বিষয়ক বিশেষ প্রতিনিধি লাইলা জেরুগুই আগামী সপ্তাহে এই প্রতিবেদনের ব্যাপারে নিরাপত্তা পরিষদে ব্রিফিং দেবেন।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ ও ২০১২ সালে ১১ বছর বয়সী শিশুদেরও সরকারের বন্দিশালায় বড়দের সঙ্গে আটক রাখা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
এদিকে, সিরীয় সরকার শিশুদের বন্দি রাখার খবর অস্বীকার করেছে। জেনেভায় শান্তি আলোচনা চলাকালে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ফাইসাল মেকদাদ এক প্রশ্নের জবাবে জানান, শিশুদের বন্দি রাখার খবর স্রেফ গুজব।
বরং বিদ্রোহীরা শিশুদের বন্দি ও হত্যা করছেন বলে অভিযোগ করেছেন তিনি।
তবে সিরিয়ায় বিদেশি সংগঠনের কর্মী ও সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে জাতিসংঘের পর্যবেক্ষকরা। (সূত্র: টাইমস অব ইন্ডিয়া)
(দ্য রিপোর্ট/কেএন/এমডি/আরকে/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)