কুমিল্লা সংবাদদাতা : জেলায় দুটি আগ্নেয়াস্ত্রসহ নিয়ামুল কবির অপু নামের একজনকে আটক করেছে র‌্যাব-১১ এর সদস্যরা।

নগরীরর পদুয়ার বাজার বিশ্বরোডের পাঁচতারা সুপার মার্কেট থেকে একটি রিভলবার, একটি পিস্তল, একটি ম্যাগজিন ও নয় রাউন্ড গুলিসহ মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়।

নিয়ামুল কবির অপু কুমিল্লা নগরীর শাকতলা চেয়ারম্যান বাড়ির আবুল কাসেমের ছেলে।

র‌্যাব-১১ সিপিসি-২ এর অধিনায় মেজর মোহাম্মদ সাহেদ হাসান রাজীব দ্য রিপোর্টকে জানান, রাতে পাঁচতারা সুপার মার্কেটে অভিযান চালানো হয়। এ সময় মার্কেটের আলিফ এন্টারপ্রাইজের ভেতরে রাখা একটি বিদেশি রিভলবার, একটি পিস্তল, একটি ম্যাগজিন ও নয় রাউন্ড গুলিসহ নিয়ামুল কবির অপুকে আটক করা হয়।

আটক অপু দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। বুধবার সকালে সদর দক্ষিণ থানার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

(দ্য রিপোর্ট/জেপি/এমএইচও/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)