দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, উপজেলা নির্বাচনে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। তবে সব ধরনের অনিয়মের রিপোর্ট পাঠাতে মাঠ পর্যায়ে নির্দেশ দেওয়া হয়েছে।

আচরণবিধি ভঙ্গের অভিযোগ রিটার্নিং কর্মকর্তার কাছে করার নির্দেশনা দেওয়া আছে। আইন ভঙ্গকারীদের শাস্তি দিতে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

শাহ নেওয়াজ বলেন, প্রত্যেক নির্বাচনকে আমরা গুরুত্বের সঙ্গে দেখি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আমরা আইন শৃঙ্খলাবাহিনীকে নির্দেশ দিয়েছি। ভোটাররা নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেদিকে তারা নজর রাখবেন।

প্রার্থীদের আচরণ বিধি মেনে চলা প্রসঙ্গে তিনি বলেন, কোনো প্রার্থী অন্য প্রার্থীর ব্যক্তিগত বা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারবে না। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তৃতীয় পর্যায়ের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, মধ্য মার্চকে টার্গেট করে চলতি সপ্তাহের বৃহস্পতিবার বা আগামী রবিবার তফসিল দেওয়া হবে।

নির্বাচন কত দিন চলবে জানতে চাইলে তিনি বলেন, সামনে বর্ষাকাল। তাই চার থেকে পাঁচ ধাপে নির্বাচন করে আমরা বর্ষার আগেই নির্বাচন শেষ করব।

(দ্য রিপোর্ট/এমএস/এমডি/আরকে/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)