বিচারপতিকে ফোনে তদবির
মন্ত্রীর বিরুদ্ধে মামলা করার দাবি খোকনের
দ্য রিপোর্ট প্রতিবেদক : হাইকোর্টের এক মামলায় তদবিরের জন্য বিচারপতিকে ফোন করা মন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননা ও ফৌজদারী অপরাধের অভিযোগে মামলা দায়েরের দাবি জানান সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন। বুধবার সুপ্রিমকোর্টের ‘শহীদ শফিউর রহমান মিলনায়তনে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করার সময় তিনি ওই মন্ত্রীকে মন্ত্রিপরিষদ থেকে অবিলম্বে বরখাস্ত করারও দাবি জানান।
খোকন বলেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি দীর্ঘদিন থেকে বিচার বিভাগের উপর সরকারের নগ্ন হস্তক্ষেপ বন্ধের দাবি করে আসছে। তাই সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে তদবিরের জন্য বিচারপতিকে টেলিফোনের তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে টেলিফোনকারী মন্ত্রীকে মন্ত্রিপরিষদ থেকে বরখাস্তের জন্য জোর দাবি জানাই।
টেলিফোনকারী মন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা ও ফৌজদারি অভিযোগে মামলা দায়ের করার জন্য সুপ্রিমকোর্টের রেজিস্ট্রারের মাধ্যমে প্রধান বিচারপতির নিকট আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, রফিকুল হক তালুকদার রাজা, সহ-সাধারণ সম্পাদক সাইফুর রহমান, রাগিব রউফ চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, ৩ ফেব্রুয়ারি যমুনা ব্যাংকের বিরুদ্ধে বরেন্দ্র ইন্টারন্যাশনাল দায়ের করা মামলার শুনানিকালে হাইকোর্ট বিভাগের বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি একেএম শহিদুল হকের বেঞ্চ উপস্থিত আইনজীবীদের বলেন, তাদের কাছে সরকারের একজন মন্ত্রী মামলার বিষয়ে একটি পক্ষের স্বার্থে অনুরোধ করায় তারা উক্ত মামলার শুনানি গ্রহণ করতে বিব্রতবোধ করছেন। পরে তারা মামলাটি শুনানির জন্য প্রধান বিচারপতির নিকট প্রেরণ করেন।
(দ্য রিপোর্ট/এসএ/এপি/আরকে/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)