দ্য রিপোর্ট প্রতিবেদক : সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পুনরায় চালু হচ্ছে অর্থনীতি বিষয়ক দৈনিক অর্থনীতি প্রতিদিন। সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার পর মালিকপক্ষ পত্রিকাটি পুনরায় চালু করতে সম্মত হয়েছেন। একই সঙ্গে আগের তিন মাসের বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গুলশানের পিজে ইন রেস্টুরেন্টে বুধবার দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের উভয়পক্ষের নেতৃবৃন্দ ও অর্থনীতি প্রতিদিনের সাংবাদিকদের সঙ্গে মালিকপক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয়পক্ষের মধ্যে শান্তিপূর্ণ আলোচনা শেষে মালিকপক্ষ পত্রিকাটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে গত তিন মাসের বকেয়া বেতন শিগগিরই পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে।

এ বিষয়ে দ্য রিপোর্টের পক্ষ থেকে যোগাযোগ করা হলে পত্রিকাটির বার্তা সম্পাদক হুমায়ুন সাদেক চৌধুরী বলেন, ‘শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে উদ্ভূত সমস্যার সমাধান হয়েছে। উভয়পক্ষের মধ্যে কোনো প্রকার বাদানুবাদ ছাড়াই এই ইতিবাচক সিদ্ধান্ত এসেছে। যেটা আমরা কল্পনাও করতে পারিনি।’

উল্লেখ্য, গত সোমবার পত্রিকাটি বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। এতে বিপাকে পড়েন ওই পত্রিকায় কর্মরত প্রায় সাড়ে তিন শ’ সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারী।
সবুজ উদ্যোগ লিমিটেড নামে একটি কোম্পানির অধীনে অর্থনীতি প্রতিদিন পত্রিকাটি প্রকাশিত হচ্ছিল। এ কোম্পানির চেয়ারম্যান আর এ কে গ্রুপের আনোয়ারুল জামান। প্রকাশক ও সম্পাদক হিসেবে নাম রয়েছে শিল্পপতি আব্দুল হকের। তিনি বাংলাভিশন টেলিভিশন চ্যানেলেরও চেয়ারম্যান। অর্থনীতি প্রতিদিন পত্রিকাটি ২০১২ সালের ২ ডিসেম্বর বাজারে আসে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/এএইচ/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)