জবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
দ্য রিপোর্ট প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (ধূপখোলা মাঠ) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান প্রতিযোগিতার উদ্বোধন করেন।
প্রতিযোগিতায় নয়টি ইভেন্টে (গোলক নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, হাই জাম্প, লং জাম্প, ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, ৪০০ মিটার দৌড়, ৮০০ মিটার দৌড় ও রিলে দৌড়) ছেলেমেয়েদের আলাদাভাবে ১৭ পর্বে খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান ও প্রক্টর ড. অশোক কুমার সাহা বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/এলআরএস/এপি/আরকে/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)