দ্য রিপোর্ট ডেস্ক : নারীদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সেই চিন্তার প্রতিফলনও ঘটতে যাচ্ছে তার কাজে। অক্ষয়ের এমন উদ্যোগে শুধু নারীরাই নয়, বলিউডের অনেক তারকা অভিনয়শিল্পীরাও অভিবাদন জানিয়েছেন।

ডিএনএইন্ডিয়ার সূত্রমতে, অক্ষয় কুমার মুম্বাইতে একটি ‘মার্শাল আর্টস স্কুল’ চালু করার কথা জানিয়েছেন। নারীদের আত্মরক্ষার কলাকৌশল শেখানো হবে সেই স্কুলে। চলতি বছরের মে মাসেই স্কুলটি চালু করার পরিকল্পনা রয়েছে তার।

জানা গেছে, মুম্বাইয়ের সাবারবানে অবস্থিত ‘আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে’ স্কুলটি যাত্রা শুরু করবে। একটি সামাজিক আয়োজনে বন্ধু অদিত্য থাক্কারের সঙ্গে অংশ নিয়ে অক্ষয় কুমার বলেন, ‘আমি গর্বিত আদিত্য থাক্কারের জন্য। কেননা, মার্শাল আর্টস স্কুলের আইডিয়া প্রথম সেই আমাকে দিয়েছেছিল। এ ব্যাপারে তার সর্বোচ্চ সহযোগিতাও থাকবে। আদিত্য আমার অন্তরঙ্গ বন্ধুদের একজন।’

১৯৮০ সালে অক্ষয় কুমার মার্শাল আর্টে ব্ল্যাকবেল্ট পান। বলিউডে পদার্পণের পরেও সে তার মার্শাল আর্টের কলা-কৌশল উপস্থাপন করে গেছেন অনেক ছবিতে।

(দ্য রিপোর্ট/এআর/এমসি/আরকে/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)