নাটোর সংবাদদাতা : নাটোরে ৪২ হাজার টাকার জাল নোটসহ সেলিনা আক্তার শেলী নামে এক মহিলাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে চার হাজার টাকার জাল নোটসহ বুধবার দুপুরে তাকে আটক করা হয়। পরে কান্দিভিটুয়া এলাকায় তার ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

নাটোরের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান প্রধান জানান, বুধবার দুপুরে শহরের মাদ্রাসা মোড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে জোনাকি কনফেকশনারীতে দাঁড়িয়ে থাকা সেলিনা আক্তার শেলীকে সন্দেহ হয়। এ সময় তার ব্যাগ তল্লাশি করা হলে ব্যাগে থাকা চার হাজার টাকার জাল নোট উদ্ধার করে তাকে আটক করা হয়।

পরে স্বীকারোক্তি অনুযায়ী ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৩৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/এনএইচ/ইইউ/এমসি/এএইচ/ফেব্রুয়ারি ০৫, ২৩০১৪)