দিরিপোর্ট২৪ ডেস্ক : বলিভিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে আটজন নিহত হয়েছেন।

অ্যামাজন অঞ্চলের কাছে ব্রাজিল সীমান্তবর্তী রিবেরাল্টা শহরে রবিবার এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বিমানটিতে মোট ১৮ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় বিমানটির পাইলট ও কো-পাইলটও মারাত্মক আহত হয়েছেন।

বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ছিল বলে বলিভিয়ান এয়ারলাইনের মুখপাত্র নেলসন কিন জানিয়েছেন। তিনি বলেন, ‘বিমানটির কিছু যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায়।’

এছাড়া, দুর্ঘটনার সময় সেখানে খুব বৃষ্টিও হচ্ছিল।

বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। সূত্র: বিবিসি

(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ০৪, ২০১৩)