সিলেট অফিস : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘অর্ধেক জনসংখ্যাকে ঘরে আটকে রেখে কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়।’

সিলেটের বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজে বুধবার দুপুরে শিক্ষামন্ত্রীর সম্মানে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ভাল পাত্র পাওয়ার জন্য নয়, নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। নিজের পায়ে দাঁড়াবার জন্য শক্তি অর্জন করতে মেয়েদের উচ্চশিক্ষা অর্জন করতে হবে।’ ‘শিক্ষায় ছেলে-মেয়েদের মধ্যে বৈষম্য দূর করতে হবে’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এবার এসএসসি পরীক্ষায় ছেলে-মেয়েদের সমতা অর্জিত হয়েছে। জেএসসি ও পিএসসিতে মেয়ে পরীক্ষার্থীরা বেশি ছিল।’

‘ঋণ শোধ করতে বাজেটের সাড়ে ১২ ভাগ অর্থ ব্যয় হয়’ উল্লেখ করে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘শিক্ষার জন্য বাজেটে মাত্র ১১ ভাগ বরাদ্দ রাখা হয়েছে। এ বরাদ্দ খুবই অপ্রতুল। টাকা বরাদ্দের অভাবে দেশের ষাট হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণ টেন্ডার দেওয়া হয়েছে কিন্তু কাজ আরম্ব করা যাচ্ছে না। এ সব উন্নয়ন কাজ শেষ করতে না পারলে শিক্ষানীতি বাস্তবায়নে সমস্যা হবে।’

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং প্রভাষক প্রিয়তোষ চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান রমা চক্রবর্তী, সিলেট শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক একেএম গোলাম কীবরিয়া তাপাদার, বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ, নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম, শিক্ষাবিদ আলী আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাসিব মনিয়া, সাধারণ সম্পাদক আতাউর রহমান খান প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমজেসি/এমএআর/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)