বাউফলে বৃদ্ধের মৃতদহে উদ্ধার
পটুয়াখালী সংবাদদাতা : পটুয়াখালীর বাউফলের কর্পূরকাঠী গ্রাম থেকে নয়ন মাতুব্বর (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়।
নয়ন মাতুব্বরের মেজো ছেলে মন্নান মাতুব্বর জানান, ঘরের মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। দীর্ঘদিন সে মানসিক ভারসাম্যহীন ছিল। সকলের অগোচরে গলায় ফাঁস লাগিয়ে অত্মহত্যা করেছেন বলে জানান তিনি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের সঠিক কারণ জানতে ময়না তদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
(দ্য রিপোর্ট/বিডি/এফএস/এমসি/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)