ছয় মাসের মধ্যেই ইরানের পরমাণু ইস্যুতে চূড়ান্ত সমঝোতা
দ্য রিপোর্ট ডেস্ক : সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী কার্ল বিল্ড মঙ্গলবার বলেছেন, আগামী ছয় মাসের মধ্যেই ইরানের সঙ্গে একটি সমন্বিত আন্তর্জাতিক পরমাণু চুক্তি স্বাক্ষর করা সম্ভব হবে। সম্প্রতি উচ্চ পর্যায়ের পশ্চিমা কূটনীতিকদের মধ্যে তিনিই সর্বশেষ তেহরান সফরে গিয়েছিলেন।
তিনি বলেন, ‘দুই পক্ষই যদি সদিচ্ছা পোষণ করেন তাহলে মাত্র ছয় মাসের মধ্যেই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। তবে এত অল্প সময়ের মধ্যেই এত বড় একটা বিষয়ে সমঝোতায় পৌঁছানোর আশাবাদ একটু উচ্চাভিলাষই বটে।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এর আগে ২০১৩ সালের নভেম্বরে ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও জার্মানির সঙ্গে এক অন্তর্বর্তীকালীন সমঝোতায় ইরান তার পরমাণু কর্মসূচি সংকুচিত করার ব্যাপারে একমত হয়েছিল। বিনিময়ে পশ্চিমাদের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করেছে ইরান।
ওই অন্তর্বর্তীকালীন সমঝোতার মেয়াদ নির্ধারণ করা হয়েছিল ৬ মাস। গত ২০ জানুয়ারি থেকে এর মেয়াদ শুরু হয়। এই ছয় মাসের মধ্যে আলোচনা পর্যালোচনা করে ইরানকে পশ্চিমা শক্তিগুলোকে নিশ্চিত করতে হবে যে ইরানের পরমাণু কর্মসূচী সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। বহুদিন ধরে তেহরান অবশ্য এটাই দাবি করে আসছিল।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফও আশাবাদ ব্যক্ত করেছেন, ছয় মাসের মধ্যেই একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। ১৮ ফেব্রুয়ারি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ বিষয়ে পুনরায় আলোচনা শুরু হবে বলে জানা গেছে।
এদিকে গত নভেম্বরে স্বাক্ষরিত ওই অন্তর্বর্তীকালীন চুক্তির শর্ত অনুযায়ী ইারানকে ৫৫০ মিলিয়ন ডলারের এক অর্থ সহায়তা ছাড় করেছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট এ খবর নিশ্চিত করেছে। ৩১ জানুয়ারি এই অর্থ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি খাতে সর্বমোট ৪ দশমিক ২ বিলিয়ন ডলার বিনিয়োগ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ওই চুক্তিতে। পর্যায়ক্রমে তা ইরানকে হস্তান্তর করা হবে।
এদিকে ইউরোপের সঙ্গেও ইরানের সম্পর্ক পুনরায় স্বাভাবিক হয়ে আসছে। ২-৫ ফেব্রুয়ারি ফ্রান্সের ১০০ সদস্যের এক বিশাল বাণিজ্যিক প্রতিনিধি দল ইরান সফরে আসে। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর এই প্রথমবারের মতো ইউরোপের সবচেয়ে সিনিয়র উদ্যোক্তাদের একটি দল ইরান সফরে গেল। দলটি ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য পুনরায় শুরু করার ব্যাপারে কথা বলছে বলে জানা গেছে।
প্রেসিডেন্ট রুহানির চিফ অফ স্টাফ মোহাম্মদ নাহাওয়ান্দি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে বলেন, ‘এর মধ্য দিয়ে ইরান ও ইউরোপের মধ্যকার সম্পর্কের এক নতুন অধ্যায় সূচিত হবে।’
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সঙ্গেও ইরান ১ দশমিক ৫ বিলিয়ন ডলার মূল্যমানের এক মাস মেয়াদি একটি বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা করছে। ওই চুক্তির অধীনে রাশিয়া প্রতিদিন ইরান থেকে ৫ লাখ ব্যারেল তেল কিনবে। বিনিময়ে ইরান পাবে রাশিয়ার তৈরি বিভিন্ন যন্ত্রপাতি ও দ্রব্য সামগ্রী। সূত্র : দ্য ডন।
(দ্য রিপোর্ট ডেস্ক/এমএটি/জেএম/এনআই/ফেব্রয়ারি ০৫, ২০১৪)