দ্য রিপোর্ট প্রতিবেদক : বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দিতে ৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারি করবে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ দিন সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন মিলনায়তনে লটারি অনুষ্ঠিত হবে। ইস্যু ম্যানেজার সূত্রে এ তথ্য জানা গেছে।

এ কোম্পানির আইপিওতে ২০ কোটি টাকার বিপরীতে ৮০০ কোটি ৭২ লাখ টাকা জমা পড়েছে, যা কোম্পানির চাহিদার তুলনায় ৪০.০৩ গুণ। এমতাবস্থায় বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দিতে লটারি করা হবে।

এর আগে গত ৬ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত স্থানীয় বিনিয়োগকারীদের কাছ থেকে আইপিও আবেদন জমা নেওয়া হয়। প্রবাসীদের কাছ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত আবেদন জমা নেওয়া হয়।

আইপিওতে সাধারণ বিনিয়োগকারীরা ৫২৪ কোটি ৪৮ লাখ ৮০ হাজার, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা ৬৩ কোটি ৫৪ লাখ ৪০ হাজার, মিউচুয়াল ফান্ড ১৭৮ কোটি ৫০ লাখ এবং প্রবাসী বিনিয়োগকারীরা ৩৪ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকার আবেদন করেছেন।

এমারেল্ড অয়েল ২ কোটি শেয়ারের বিনিময়ে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা এবং মার্কেট লট ৫০০টি শেয়ারে।

সংগৃহীত অর্থে কোম্পানিটি মূলধন বাড়াতে ৬ কোটি ৫০ লাখ টাকা, মেয়াদি ঋণ পরিশোধে ১২ কোটি টাকা এবং আইপিও খাতে ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয় করবে।

২০১৩ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৮৫ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৪.০৬ টাকা।

এমারেল্ডের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে অ্যালায়েন্স ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)