৫ ফেব্রুয়ারির গেইনার তালিকা
দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ ফেব্রুয়ারি, বুধবার দর বাড়ার শীর্ষ-১০ কোম্পানির তালিকার প্রথম স্থানে উঠে এসেছে রহিম টেক্সটাইল। এদিন এ শেয়ারের দর বেড়েছে ৮.৪৮ শতাংশ বা ২৬.৪ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার অন্য কোম্পানিগুলোর মধ্যে যথাক্রমে আইসিবি এএমসিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ৭.৬৫ শতাংশ বা ১.৭ টাকা, লিনডে বিডির শেয়ার দর বেড়েছে ৫.৯৯ শতাংশ বা ৪২.৬ টাকা, গ্লাক্সো স্মিথক্লাইনের ৫.৯০ শতাংশ বা ৬০.৮ টাকা, মিথুন নিটিংয়ের ৫.৩০ শতাংশ বা ৪.২ টাকা, এএমসিএলের (প্রাণ) ৫.২৬ শতাংশ বা ১১.৬ টাকা, বিএটিবিসি’র ৫.০৮ শতাংশ বা ৯৯.৭ টাকা, রেনেটার ৪.৮৮ শতাংশ বা ৩৯.৪ টাকা, বাটা সু’র ৪.৬৯ শতাংশ বা ৩৫.৭ টাকা এবং ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার দর বেড়েছে ৪.৪০ শতাংশ বা ২.৩ টাকা।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/এনআই/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)