রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে পৃথক দুটি ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। উত্তরখান মধ্যপাড়ায় বাসার সিড়ি থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয় ও খিলখেত থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
উত্তরখান মধ্যপাড়ায় দ্বিতীয় তলার বাসার সিড়ি থেকে পড়ে মাহিন (৩) নামে এক শিশু গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০৪নং ওয়ার্ডে বিকেল ৪টায় শিশুটি মারা যায়।
মাহিনের বাবা আলী হোসেন জানান, মাহিনের মা মনি বেগম রান্নার কাজে ব্যস্ত ছিল। এ সময় মাহিন খেলতে খেলতে উপরের দিকে উঠে যায়। তখন সে পড়ে আহত হয়। বুধবার সকাল সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
তার গ্রামের বাড়ি গাজীপুর সদর পাকরদেশী গ্রামে।
এদিকে, খিলখেত থানা এলাকায় আব্দুল বারেক (৬০) নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মেয়ে নাজমা বেগম জানান, খিলখেত ফ্লাইওভারের নিচে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। এ সময় পথচারী সুমন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটায় ১০৩নং ওয়ার্ডে তিনি মারা যান।
তার গ্রামের বাড়ি ময়মনসিংহ হালুয়া ঘাটে। তিনি খিলখেত বটতলা এলাকায় এক উকিলের বাড়ির নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন এবং ওখানেই থাকতেন।
(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এমসি/আরকে/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)