বাংলাদেশ ব্যাকফুটে নেই : নাসির
রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষ পর্যন্ত ভালোই কেটেছে বাংলাদেশের। যদিও এখনও টেস্টের বাকি ৩ দিন; বাকি ৯ সেশন। তবে বাংলাদেশ প্রথম ইনিংস যেভাবে শুরু করেছে; তা অব্যাহত রাখতে পারলে নিশ্চিত ড্রয়ের পথে হাঁটছে চট্টগ্রাম টেস্ট। এমন দিনে অবশ্য চোট আক্রান্ত অধিনায়ক মুশফিকুর রহিমকে ড্রেসিংরুমে বসে দেখেছেন দলের খেলা। তার ডেপুটি তামিম অধিনায়ক দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে নাসির হোসেনে বলেছেন, ‘বাংলাদেশ খুব একটা ব্যাকফুটে নেই। কাল (বৃহস্পতিবার) সারাদিন ব্যাটিং করতে পারলে ভালো পজিশনে যেতে পারব।’ তেমন দিনের আশায় ক্রিকেটপ্রেমীরা। পয়মন্ত মাঠে তেমন কিছু ঘটার যথেষ্ট সম্ভাবনাও রয়েছে। থাকছে বিপদও!
মুশফিক মাঠে না থাকায় দলে কিছুটা প্রভাব পড়েছে বলে জানিয়েছেন নাসির হোসেন। তিনি বলেছেন, ‘মানসিকভাবে একটু প্রভাবত পড়েছেই। মুশফিক ভাই আমাদের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান এবং অধিনায়ক। শুভ ভাই নিয়মিত কিপিং করেন না। এ কারণে হয়ত ২-১টা সুযোগ মিস হয়েছে। তা অবশ্য আপসেট। আশা করি মুশফিক ভাই কাল (বৃহস্পতিবার) ব্যাটিং করতে পারবেন।’
মাহেলা-সাঙ্গাকারার ব্যাটিং কাছ থেকে দেখেও অভিজ্ঞ তামিম যেভাবে আউট হয়েছেন তা দুঃখজনক। শেষ দিকে ইমরুল ডাউন দ্য উইকেটে এসে ম্যাথুসকে মারতে গিয়ে আউট হওয়ার হাত থেকে বেঁচে গেছেন বলে রক্ষা। তবে টেস্ট ক্রিকেটে এমন ব্যাটিং কারো কাছে আশা করা যায় না। এটা স্বীকার করেই নাসির বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে আমরা চেষ্টা করব যত কম রিস্ক নিয়ে খেলা যায়। আমি জানি না ইমরুল ভাই শেষ মুহূর্তে এভাবে কেন খেলেছেন। হয়ত ওনার ন্যাচারাল খেলাই খেলার চেষ্টা করেছেন।’
তিনি যোগ করেছেন, ‘আসলে এই পরিস্থিতিতে পুরো দলকে মাথা ঠাণ্ডা করে খেলা উচিত। আমরা হয়ত একটু বেশি শট খেলি। টেস্ট ক্রিকেটে বেশি শট খেলা উচিত নয়। আমরা চেষ্টা করব শট কমিয়ে উইকেটে থেকে রান করার।’
সাকিব-রিয়াদরা যেখানে সাঙ্গাকারার উইকেট উপড়ে ফেলতে পারেনি। সেখানে ওকেশনাল বোলার নাসির হোসেন সাঙ্গাকারাকে তুলে নিয়ে তাদের ইনিংসের শেষ উইকেটটি তুলে নিয়েছেন। ওই উইকেট সম্পর্কে নাসির বলেছেন, ‘উইকেট আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তাই নিজে পেয়ে ভালো লেগেছে। এক সময় মনে হচ্ছিল সাঙ্গাকারা ৩০০ করবে; ৩০০ করার পর মনে হচ্ছিল ৪০০ করবে। তখন ব্যক্তিগতভাবে চিন্তা করছিলাম ওকে ৪০০ করতে দেব না। উইকেটটা পাওয়ার পর তাই এত উল্লাস করেছি।’
(দ্য রিপোর্ট/আরআই/এএস/সিজি/আরকে/ফেব্রুয়ারি ৫, ২০১৪)