যশোর অফিস : জামায়াতে ইসলামী যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক আবদুল কুদ্দুসকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

শহরের হামিদপুর মোড় থেকে মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। তিনি হামিদপুর গ্রামের মৃত আবদুল বারিকে ছেলে।

কোতোয়ালি থানার এসআই জামালউদ্দিন জানিয়েছেন, জামায়াত নেতা কুদ্দস গত নভেম্বর মাসে অবরোধ চলাকালে হামিদপুর মোড়ে গাড়ি ভাংচুর ও বোমা হামলা মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া অক্টোবর মাসে শহরের দড়াটানায় বোমা হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার সন্দিগ্ধ আসামি।

(দ্য রিপোর্ট/একে/এমএআর/এনআই/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)