ইউরিয়া সার আমদানির চুক্তি নবায়নসহ দু’টি প্রস্তাব অনুমোদন
দ্য রিপোর্ট প্রতিবেদক : ইউরিয়া সার আমদানির চুক্তি নবায়নসহ দু’টি প্রস্তাব অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নূরুল করিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, সভার আলোচ্যসূচিতে দু’টি প্রস্তাব ছিল। দু’টি প্রস্তাবই অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকের আলোচ্যসুচি থেকে জানা যায়, আগামী ২০১৪-১৫ অর্থবছরের জন্য কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে দু’দেশের সরকারি পর্যায়ে চুক্তির মাধ্যমে ইউরিয়া সার আমদানি করা হবে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এ সার আমদানি করবে।
এছাড়া ‘চামড়া শিল্প নগরী ঢাকা (দ্বিতীয় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় এসটিপি, এসপিজিএস, এসডব্লিউএমএস ক্রয়ে সহায়তাসহ সিইটিপি, ডাম্পিং ইয়ার্ড ইত্যাদি নির্মাণ কাজ তদারকির জন্য ‘বিআরটিসি ও বুয়েট’-কে সরাসরি পরামর্শক হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।
(দ্য রিপোর্ট/এসআর/জেএম/এনআই/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)