যশোর অফিস : যশোরের সেই উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে শোকজ করেছেন জেলা রিটার্নিং অফিসার। আগামী তিন দিনের মধ্যে প্রার্থী এস এম হাবিবুর রহমানকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র বাছাইকালে মঙ্গলবার তিনি সরকারি গাড়ি ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। গণমাধ্যমে বিষয়টি ফলাও করে প্রচারের পর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহুরুল ইসলামের প্রধান নির্বাচনী এজেন্ট ইউনুস আলী বুধবার বিকেলে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন। রিটার্নিং অফিসার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, অভিযুক্ত প্রার্থী এস এম হাবিব তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘এটি শুধুমাত্র ভুল বোঝাবুঝি।’

যশোরের চারটি উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের নির্ধারিত তারিখ ছিল ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার। প্রার্থীদের অনেকেই এ দিন রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসেন। অভিযোগ ওঠে, চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম হাবিবুর রহমান সরকারি গাড়ি নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসেছেন, যা উপজেলা নির্বাচনী বিধিমালার লংঘন। সরকারি গাড়ি ব্যবহারের ছবি ক্যামেরায় ধারণ করতে চাইলে এস এম হাবিব স্থানীয় এক ফটোসাংবাদিকের দিকে তেড়ে আসেন বলেও অভিযোগ ওঠে। বিষয়টি বিভিন্ন মিডিয়ায় ফলাও করে প্রচারিত হয়।প্রকাশিত খবরের কাটিংসহ বুধবার বিকেলে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দেন এস এম হাবিবের প্রতিদ্বন্দ্বী প্রার্থী চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। বুধবার দুপুরে তিনি দ্য রিপোর্টকে জানান, তার প্রধান নির্বাচনী এজেন্ট ইউনুস আলী অভিযোগপত্র নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে রওনা হয়েছেন। সন্ধ্যায় রিটার্নিং অফিসার যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এন এম মঈনুল ইসলাম লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন।

রিটার্নিং অফিসার জানান, অভিযুক্ত প্রার্থী এসএম হাবিবকে শোকজ করা হয়েছে। বিষয়টির লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য তাকে তিন দিন অর্থাৎ আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

এদিকে, অভিযুক্ত প্রার্থী এসএম হাবিব বুধবার যশোর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি করেন, তিনি রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসেছিলেন ব্যক্তিগত গাড়িতে চেপে। তিনি সরকারি গাড়ি ব্যবহার করেননি। উপজেলা চেয়ারম্যান হিসেবে তার জন্য বরাদ্দ গাড়িটি সে সময় লুব্রিক্যান্ট নেওয়ার জন্য যশোর শহরে এসেছিল। তখন তিনি চালককে টাকা দেওয়ার জন্য গাড়িটির কাছে গিয়েছিলেন। ফলে বিষয়টি ‘একান্তই ভুল বোঝাবুঝির ফল’ বলে তিনি মন্তব্য করেন।

(দ্য রিপোর্ট/একে/এমএআর/এনআই/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)