যশোর অফিস : যশোর সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নূরুন্নবীকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় শহরতলীর সতীঘাটা থেকে কোতোয়ালি থানার এসআই জামালউদ্দিন তাকে আটক করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে নূরুন্নবীকে আটক করা হয়েছে। আটকের পর পরই তাকে ডিবির হেফাজতে নেওয়া হয়।

যশোর ডিবির ওসি মনিরুজ্জামান বিএনপি নেতা নূরুন্নবী তাদের হেফাজতে আছেন বলে স্বীকার করেছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেছেন, ‘যে মামলায় নূরুন্নবীকে আটক করা হয়েছে সেটিতে তিনি জামিনে রয়েছেন। ফলে তাকে আটক রাখা অযৌক্তিক।’

এডভোকেট সাবু বিএনপি নেতা নূরুন্নবীর মুক্তি দাবি করেন।

(দ্য রিপোর্ট/একে/এমএআর/এনআই/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)