দিরিপোর্ট২৪ প্রতিবেদক : হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে কুড়িগ্রামে চলছে ব্যাপক প্রস্তুতি। শেষ মুহুর্তে এখন চলছে প্রতিমায় রংতুলির কাজ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে প্রস্তুতি।

কুড়িগ্রামের ৯ উপজেলায় ৫১৩টি পূজামন্ডপে এবার দুর্গোৎসব পালিত হবে। জেলায় পূজা কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। চলছে শিশু, নারীসহ সব বয়সীদের কেনাকাটা।

১০ অক্টোবর থেকে শুরু হয়ে এ ধর্মীয় উৎসব শেষ হবে ১৪ অক্টোবর।

জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জানা গেছে, প্রত্যেকটি মন্ডপে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করবে। এছাড়াও মোবাইল টিম দিনরাত দায়িত্ব পালন করবে।

(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/এমডি/অক্টোবর ০৭, ২০১৩)