ইউসুফের বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু ১২ ফেব্রুয়ারি
দ্য রিপোর্ট প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধ মামলায় আটক জামায়াতের নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারি থেকে যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
ইউসুফের পক্ষে একমাত্র সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়।
এর আগে, ইউসুফের পক্ষে তার ছেলে এ কে এম মাহবুবুর রহমান সাফাই সাক্ষ্য দেন।
প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী তার জেরা শেষ করেন। এ সময় প্রসিকিউটর ঋষিকেশ সাহা ও মোহাম্মদ জাহিদ ইমাম ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
প্রসিকিউটর মোহাম্মদ জাহিদ ইমাম জানান, আজ ট্রাইব্যুনালে দাখিল করা ৫৬ জনের তালিকার বাইরের একজনকে ইউসুফের পক্ষে সাফাই সাক্ষ্য দেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন তার আইনজীবী মিজানুল ইসলাম। একই সঙ্গে ইউসুফের পক্ষে একজন সাক্ষীই সাক্ষ্য দিবেন বলে তার আইনজীবী জানান। পরে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে।
এর পর ইউসুফের পুত্র এ কে এম মাহবুবুর রহমানে সাক্ষ্য নেওয়া হয়।
এর আগে, ৩০ জানুয়ারি ইউসুফের পক্ষে দাখিল করা ৫৬ জনের তালিকা থেকে তিনজনকে সাফাই সাক্ষী হিসেব সাক্ষ্য দেওয়ার অনুমতি দিয়েছিল ট্রাইব্যুনাল। ওই দিন ইউসুফের বিরুদ্ধে প্রসিকিউশনের সাক্ষীদের জবানবন্দি ও জেরা শেষ হয়।
ইউসুফের বিরুদ্ধে প্রসিকিউশনের ২৭ সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
গত বছরের ১ আগস্ট এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। তাকে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটসহ চার ধরনের ১৩টি অভিযোগে অভিযুক্ত করা হয়। এর মধ্যে পাঁচটি হত্যা, সাতটি গণহত্যা এবং অগ্নিসংযোগ ও একটি লুটপাটের অভিযোগ রয়েছে।
(দ্যরিপোর্ট/এসএ/এমএআর/আরকে/০৫ ফেব্রুয়ারি, ২০১৪)