দ্য রিপোর্ট প্রতিবেদক : ধর্ষণ মামলায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ভিকটিমের বান্ধবী লামিয়ার বাবা গিয়াস উদ্দিন।

ঢাকার মহানগর চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আরিফুর রহমান সাক্ষ্য গ্রহণ করেন। মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৬ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

শুনানির সময় আসামি পরিমলকে কারাগার থেকে আদালতে হাজির করে রাষ্ট্রপক্ষ। আসামিপক্ষে সাক্ষীকে জেরা করেন আইনজীবী শাহীন ব্যাপারী।

প্রসঙ্গত, ২০১১ সালের ৫ জুলাই রাজধানীর বাড্ডা থানায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার দশম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা করেন ভিকটিমের বাবা মাহমুদুল হক। মামলা দায়েরের পরের দিন ৬ জুলাই পরিমলকে ঢাকার কেরানীগঞ্জে তার স্ত্রীর বড় বোনের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। ২০১১ সালের ২৮ নভেম্বর তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহবুবে খোদা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার প্রধান লুৎফর রহমান ও অধ্যক্ষ হোসনে আরা বেগমকে অব্যাহতির সুপারিশসহ শুধুমাত্র পরিমল জয়ধরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১২ সালের ৭ মার্চ পরিমল জয়ধরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

(দ্য রিপোর্ট/জেএ/জেএম/এনআই/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)