পাঁচ স্থায়ী কমিটি গঠন
দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় কার্যদিবসে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার রাতে দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কার্যউপদেষ্টা কমিটি, কার্যপ্রণালী বিধিসম্পর্কিত স্থায়ী কমিটি, পিটিশন কমিটি, সংসদ কমিটি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে সভাপতি করে সংসদের কার্যউপদেষ্টা কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মাইনুদ্দিন খান বাদল, রাশেদ খান মেনন, আবদুল মতিন খসরু, মো. ফজলে রাব্বী মিয়া, আ স ম ফিরোজ ও আনিসুল হক।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে সভাপতি করে গঠন করা হয় কার্যপ্রণালী বিধিসম্পর্কিত স্থায়ী কমিটি। জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ কার্যপ্রণালী বিধিসম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের ব্যাপারে প্রস্তাব সংসদে উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, হুসেইন মুহম্মদ এরশাদ, সুরঞ্জিত সেন গুপ্ত, মো. ফজলে রাব্বী মিয়া, শেখ ফজলুল করিম সেলিম, আলী আশরাফ, আবদুস শহীদ, আবদুল মতিন খসরু, আ স ম ফিরোজ, আনিসুল হক, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গঠন করা হয় জাতীয় সংসদের পিটিশন কমিটি। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শেখ ফজুলল করিম সেলিম, রাশেদ খান মেনন, মহিউদ্দিন খান আলমগীর, ফজলে রাব্বী মিয়া, আবদুস শহীদ, শেখ মো. নুরুল হক, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, মাইনুদ্দিন খান বাদল, সাবের হোসেন চৌধুরী।
জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজকে সভাপতি করে গঠন করা হয় সংসদ কমিটি। কমিটি অন্যান্য সদস্যরা হলেন- আবদুস শহীদ, নূরে আলম চৌধুরী লিটন, সাগুফতা ইয়াসমিন এমিলি, তাজুল ইসলাম চৌধুরী, ফজলে হোসেন বাদশা, খালিদ মাহমুদ চৌধুরী, আশরাফুল হক, মাহবুব আরা গিনি, নাজমুল হক প্রধান, তালুকদার মো. ইউনুস, পঞ্চানন বিশ্বাস।
সুরঞ্জিত সেনগুপ্তকে সভাপতি করে গঠন করা হয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে চিফ হুইপ আ স ম ফিরোজ কমিটিটি গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- অ্যাডভোকেট আনিসুল হক, অ্যাভোকেট সাহারা খাতুন, আবদুল মতিন খসরু, মো. শামসুল হক টুকু, আবদুল মজিদ খান, জিয়াউল হক মৃধা, তালুকদার মো. ইউনুস, সংরক্ষিত মহিলা আসনের একজন সদস্য ও তাজুল ইসলাম চৌধুরী।
(দ্য রিপোর্ট/আরএইচ-এইচআর/জেএম/এজেড/ফেব্রুয়ারি ৬, ২০১৪)