দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় আবাসন পরিদফতরের দুই কর্মচারীর বিরুদ্ধে মোট সাড়ে ২৬ লাখ টাকা আত্মসাতের দায়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার রাজধানীর শাহবাগ থানায় দুদকের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান বাদী হয়ে এ মামলা দুটি (মামলা নং-০৯, ১০) দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, শ্রী দেবেন্দ্র নাথ মন্ডল নিজেকে মিথ্যাভাবে জাতীয় যুব সংস্থায় চাকরিরত দেখিয়ে উদ্বৃত্ত কর্মচারী হিসেবে দেখান। তিনি জাতীয় আবাসন পরিদফতরের নিম্নমান সহকারী হিসেবে জাল নিয়োগপত্র তৈরি করে সহকারী আবাসন পরিদফতরে আত্তীকরণের মাধ্যমে ১৯৮৫ সালের ২১ ডিসেম্বর থেকে মার্চ ২০১৩ সাল সময় পর্যন্ত বেতন ও অন্যান্য ভাতাদি মোট ১৩ লাখ ১৮ হাজার ৬৭০ টাকা উত্তোলনপূর্বক আত্মসাত করেছেন (মামলা নং-০৯)।

অপর আসামি সরকারী আবাসন পরিদফতরের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক শ্রী রাজকুমার মন্ডল। তিনি জাতীয় যুব সংস্থায় চাকরি না করেই চাকরিচ্যুত কর্মচারী হিসেবে আবাসন পরিদফতরে নিয়োগ লাভের জন্য জাল নিয়োগপত্র তৈরি করে সরকারি আবাসন পরিদফতরে আত্তীকরণের মাধ্যমে ১৯৮৫ সালের ১৮ জুন থেকে মার্চ ২০১৩ সাল সময় পর্যন্ত সময়ে ১৩ লাখ ১৬ হাজার ৩৯৮ দশমিক ৫৮ টাকা আত্মসাত করেন (মামলা নং-১০)।

(দ্য রিপোর্ট/এইচবিএস/জেএম/এনআই/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)