দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে গলায় ফাঁস দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শরিফ নূরনাহার পলি (২০) ও ভক্তদাশ (২৫) আত্মহত্যা করেছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শরিফ নূরনাহার পলি নিউমার্কেট থানাধীন বিসিএস কোয়ার্টারের একটি ম্যাচে ভাড়া থাকতেন। বুধবার রাত পৌনে ৯টার দিকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি গলায় ফাঁস দেন।

খবর পেয়ে দুলাভাই রফিকুল ইসলাম তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। রাত সোয়া ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রফিকুল জানান, তিন বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মামুন শেখের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তাদের মধ্যে ঝগড়া-বিবাদ চলে আসছিল। এ কারণে সে আত্মহত্যা করতে পারে।

পলির বাবার নাম শরিফ আশিকুন্নবী। বাড়ি বাগেরহাট সদরে।

অন্যদিকে, সবুজবাগের দাসপাড়া ২৯/১ নং বাসার দ্বিতীয় তলায় বুধবার রাতে ছাদের কাঠের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন ভক্তদাশ (২৫)। পরে ছোট ভাই বিত্তদাশ তাকে উদ্ধার ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। রাত সাড়ে ৯টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিত্তদাশ জানান, পারিবারিক কলহে সে আত্মহত্যা করতে পারে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই মনির হোসেন দ্য রিপোর্টকে জানান, সংশ্লিষ্ট থানায় বিষয় দুটি অবহিত করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআই/এমএআর/এনআই/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)