ঢামেক অধ্যাপক ডা. এখলাছুরের বিরুদ্ধে মামলা
দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. এখলাছুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর বনানী থানায় বুধবার রাত সাড়ে ৮টায় এ মামলা দায়ের করা হয়। দুদকের সহকারী পরিচালক রেভা হালদার বাদী হয়ে মামলাটি (মামলা নাম্বার-০৫) দায়ের করেন।
দুদক সূত্র জানায়, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ও ন্যাশনাল নিউট্রিশনাল সার্ভিসের লাইন ডিরেক্টর থাকাকালীন প্রায় সাড়ে ২৮ লাখ টাকা আত্মসাতের দায়ে অধ্যাপক ডা. এখলাছুরের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদফতরের অধীনে ন্যাশনাল নিউট্রিশনাল সার্ভিসেস অপারেশন প্ল্যানের আওতায় ২০১১-১২ অর্থবছরে তৎকালীন লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. এখলাছুর রহমান ২৮ লাখ ২৪ হাজার ২৫০ টাকা আত্মসাৎ করেন। বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি থেকে প্রাপ্য না হওয়া সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করে সম্মানী/দৈনিক ভাতার নামে সরকারের এ অর্থ আত্মসাৎ করেন তিনি।
দুদকের প্রাথমিক অনুসন্ধানে আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৪০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়। দুদকের প্রাতিষ্ঠানিক টিম এ দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করেছে।
(দ্য রিপোর্ট/এইচবিএস/এনডিএস/এজেড/ফেব্রুয়ারি ৬, ২০১৪)