দ্য রিপোর্ট প্রতিবেদক : ভারতে অনুষ্ঠানরত আইএফ শিল্ডের প্রথম ম্যাচে কলকাতা মোহামেডানের কাছে ২-১ গোলে হেরেছিল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। এ হার টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় ফেলে দিয়েছিল ফেডারেশন কাপ জয়ীদের। কিন্তু বুধবার সিকিম ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে দেশের শীর্ষস্থানীয় এ ক্লাবটি।

সিকিম ইউনাইটেডের বিপক্ষে শেখ জামালের হয়ে নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটন ২টি এবং হাইতির ফরোয়ার্ড ওয়েডসন একটি গোল করেছেন। জয়ের ব্যবধানটা আরও বড় হতে পারত। প্রথমার্ধে সনি নর্দে দুটি, এমেকা দুটি এবং ওয়েডসন তিনটি সুযোগ নষ্ট করেছেন।


এদিকে ‘বি’ গ্রুপে কলকাতা মোহামেডান ও মোহনবাগানের মধ্যকার দিনের অপর ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। দুই জয় এবং এক ড্রতে ৭ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত হয়েছে মোহামেডানের। তাই শেখ জামালকে সেমিফাইনাল খেলতে হলে শনিবার মোহনবাগানকে হারাতেই হবে। আর ওই ম্যাচে জামালের সঙ্গে ড্র করলেই মোহামেডানের সঙ্গী হবে মোহনবাগান।


(দ্য রিপোর্ট/ওআইসি/এসকে/এএল/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)