সালমানের নতুন লুক
দ্য রিপোর্ট ডেস্ক : বলিউড তারকা সালমান খান নতুন লুক নিয়ে ঘুরছেন। মুখে ফ্রেঞ্চকাট গোঁফ-দাড়িতে দেখতে ভালোই লাগছে সালমানকে। সালমানের পরবর্তী ছবির জন্যই নাকি নতুন এই লুক।
ওয়ান ইন্ডিয়া ও বলিউড লাইফ ডটকম ঘেটে জানা গেছে সালমান খান তার নতুন ছবি ‘কিক’-এ নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে চাইছেন। সে জন্যই চেহারায় খানিকটা পরিবর্তন আনতে তিনি এই স্টাইলিশ লুকটি নিয়েছেন।
পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা পরিচালিত ‘কিক’ ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করছেন শ্রীলংকান বংশদ্ভূত বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এ ছাড়া ছবিতে বিশেষ একটি ভুমিকায় দেখা যাবে নওয়াজ উদ্দীন সিদ্দিকীকে।
গত ২৪ জানুয়ারি মুক্তি পাওয়া সালমানের ‘জয় হো’ বক্স অফিসে খুব একটা সুবিধা করতে না পারায় বিমর্ষ সালমান ও তার ভাই সোহেল খান। ‘কিক’ নিয়ে সালমানের বাড়তি মনোযোগ এরই মধ্যে তাকে আলোচনায় এনেছে। সালমান চাইছেন ‘কিক’ দিয়ে ‘জয় হো’র ব্যর্থতা কাটাতে- এমনটাই মনে করছেন বলিউড সংশ্লিষ্টরা।
‘কিক’ ছবির মুক্তির তারিখ এরই মধ্যে নির্ধারণ করা হয়েছে। বড় ধরনের কোনো ঝামেলা না হলে সালমান ভক্তরা চলতি বছরের ৭ জুলাই বড় পর্দায় দেখতে পাবেন প্রিয় তারকাকে। সালমান ও জ্যাকুলিন-এর এই প্রথম জুটি বেধে কাজ করাটাকে আনন্দের চোখে দেখছেন জ্যাকুলিনের ভক্ত-দর্শকরাও।
(দ্য রিপোর্ট/এআর/এসকে/এএল/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)