দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের তালেবানরা জানিয়েছে, দেশটিতে শরিয়াহ আইন চালু ও আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য সম্পূর্ণভাবে প্রত্যাহার করা না হলে শান্তি আসার কোনো সুযোগ নেই। খবর ডননিউজের।

পাকিস্তান তেহরিক-ই-তালেবানের (টিটিপি) এ বক্তব্য দেশটির সরকারের সঙ্গে শান্তি আলোচনার সম্ভাবনাকে অনেকটা ফিকে করে দিল।

দেশটির সরকারের সঙ্গে আলোচনায় টিটিপির তিন সদস্যবিশিষ্ট দলের প্রধান মাওলানা শামিউল হক বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘সীমান্তের ওপারের এলাকায় মার্কিন সৈন্যদের রেখে কোনো শান্তি আসতে পারে না।’

একই দলের সদস্য মাওলানা আব্দুল আজিজ বলেন, ‘শরিয়াহ আইন ছাড়া তালেবানরা এক শতাংশও গ্রহণ করবে না (আলোচনা)।’

তিনি বলেন, ‘যদি কোনো অংশ এটি গ্রহণ করে, তবে অপর অংশ তা প্রত্যাখ্যান করবে।’

এ সময় শরিয়াহ আইনকেই মূল আলোচ্যসূচি হিসেবে উল্লেখ করেন তিনি।

একই সঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি না যে, সরকার এটি গ্রহণ করবে। কিন্তু তাদের এটি মেনে নেওয়া উচিত। কারণ, যুদ্ধ এগিয়ে যাওয়ার পথ নয়।’

আফগানিস্তানের বিষয়ে আজিজ বলেন, ‘আমরা মনে করি, আফগানিস্তান ও পাকিস্তান দুটি ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র। পাকিস্তানে শান্তি আসা আফগানিস্তানে শান্তি আসারই পরিপূরক।’

তবে তালেবানের এ দাবির পরও দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শান্তি আলোচনার ব্যাপারে ইতিবাচক। আগামী দু-এক দিনের মধ্যেই আলোচনা শুরু হতে পারে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এসকে/এএল/এজেড/ফেব্রুয়ারি ৬, ২০১৪)