দ্য রিপোর্ট প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীকে ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার প্রতিবাদে দলটির ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালে ঢাকাসহ সারাদেশে বৃহস্পতিবার সকালে কয়েকটি ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ছাড়া তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এর আগে বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানান।

হরতাল চলাকালে রাজধানীর শাহজাদপুর, খিলগাঁও ও হাজারীবাগে মিছিল করেছে জামায়াত-শিবির। এ সময় খিলগাঁও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে ছাত্রশিবির।

বাংলাবাজার এলাকায় বৃহস্পতিবার সকাল নয়টায় ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা একটি মিছিল বের করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ১০/১২ জন শিবিরকর্মী একটি ঝটিকা মিছিল বের করে। পরে রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়।

তবে কোতোয়ালী থানার (ওসি) মনির দ্য রিপোর্টকে জানান, এ ধরনের কোন তথ্য আমার জানা নেই।

হাজারীবাগে সকাল সাড়ে ৭টার দিকে হাজারীবাগ থানা জামায়াতের আমির শরিফ উদ্দিনের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়।

এদিকে সকাল সাড়ে ৮টার দিকে খিলগাঁও এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে ছাত্রশিবির। এ সময় তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে।

অন্যদিকে, শাহজাদপুরে সকাল ৮টায় হরতালের সমর্থনে ছাত্রশিবির মিছিল বের করে। এ সময় তারা মিছিল থেকে ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়।

তবে হিন্দু সম্প্রদায়ের গঙ্গাস্নানের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হরতালের আওতামুক্ত থাকবে। এ ছাড়া হাসপাতাল ও অ্যাম্বুলেন্সও হরতালের আওতামুক্ত থাকবে।

বিবৃতিতে ডা. শফিকুর বলেন, ‘সরকার মতিউর রহমান নিজামীকে হত্যার ষড়যন্ত্র করছে। সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য বেছে বেছে জামায়াত ও ১৯ দলীয় জোটের নেতাকর্মীদের হত্যা করছে।’

তিনি এ হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার জন্য জামায়াতের সকল পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/কেএ/জেএম/আরকে/এমডি/এজেড/ফেব্রুয়ারি ৬, ২০১৪)