সিরাজগঞ্জ সংবাদদাতা : জেলা সদর থানা পুলিশ নৌ-দস্যু ও কয়েকটি হত্যা মামলার আসামি জবান আলীর (৩৫) গুলিবিদ্ধ মৃতদেহ বৃহস্পতিবার সকালে উদ্ধার করেছে।

জবান আলী সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ব বাঐতারা গ্রামের আজিজুর রহমানের ছেলে।

সদর থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার ভোর রাতে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কোনাগাতি এলাকার রাস্তার পাশ থেকে গুলিবিদ্ধ অবস্থায় তার মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে বেশ কয়েকটি গুলির চিহৃ রয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করে মৃতদেহ ফেলে রেখে যায় তা জানা যায়নি। নিহতের মৃতদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি।

জবান আলী আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি। সাইফুলকে গত বছরের ৩০ ডিসেম্বর বিকেলে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ছাড়াও তার বিরুদ্ধে সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও তার শ্যালক টিক্কা হত্যা, নৌপথে ডাকাতি, ছিনতাইসহ ১০টি মামলা রয়েছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/আরকে/এমএইচও/এমডি/ফেব্রুয়ারি ৬, ২০১৪)