দ্য রিপোর্ট ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং গভীরতা দেখিয়েছে বাংলাদেশ। বড় স্কোরেও পিছনে ছুটেও ছন্দ হারায়নি স্বাগতিকরা। শামসুর রহমান ও ইমরুল কায়েসের সেঞ্চুরির পর শেষ বিকেল হাফসেঞ্চুরি করেছেন সাকিব আল হাসান। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে দিন শেষে ৮ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে মুশফিক বাহিনীর দলীয় স্কোর ৪০৯ রান। এখনো পিছিয়ে রয়েছে ১৭৮ রানে।

আগের দিন তামিম ইকবাল শূন্য রানে আউট হলেও ব্যাটিং ছন্দ হারায়নি বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে দলের হাল ধরেছেন শামসুর রহমান ও ইমরুল কায়েস। একটি রেকর্ডও গড়েছে এই জুটি। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের (২৩২) জুটি গড়েছেন তারা। এর আগে ২০১০ সালে ঢাকায় ভারতের বিপক্ষে ২০০ রান করেছিলেন তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকী।

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি করেছেন অভিষিক্ত শামুসর রহমান। মেন্ডিসের বলে বোল্ড হওয়ার আগে ১০৬ রান করেছেন এই তরুণ ক্রিকেটার। ১১টি ৪ ও একটি ছয় দিয়ে নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি।

শামসুরের বিদায়ের পর উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি জুটি সঙ্গী ইমরুল কায়েস। তবে দীর্ঘদিন পর টেস্ট স্কোয়াডে যুক্ত হয়ে নিজেকে প্রমাণ করেছেন তিনি। আদায় করে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি।

মেন্ডিসের দ্বিতীয় হওয়ার আগে ২১৮ বল খেলে ১১৫ রান করেছেন ইমরুল। এর মধ্যে ১৭টি ৪ ও একটি ছয় হাঁকিয়েছেন। অবশ্য তার আগে আউট হয়েছেন মমিনুল হক। ব্যক্তিগত ১৩ রানে পেরেরার বলে এলবিডব্লউ হয়েছেন তিনি।

আঙুলে চোট মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে শঙ্ক ছিল; শেষপর‌্যন্ত খেলেছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। লম্বা সময় ক্রিজে না থাকলেও তার ব্যাট থেকে এসেছে ২০ রান। পেরেরার বলে ক্যাচ আউট হয়েছেন প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর।

সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও হাফসেঞ্চুরি করেছেন। এ নিয়ে ক্যারিয়ারে ১৬তম হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন এই অলরাউন্ডার। পেরেরার তৃতীয় শিকার হওয়ারে আগে কাঁটায় কাঁটায় ৫০ রান করেছেন বাঁহাতি এই ক্রিকেটার।

শেষ বিকেলে ২টি উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৪২ রানে নাসির হোসেন আর শূন্য রানে আউট হয়েছেন সোহাগ গাজী। ২ জনকেই সাজঘরের পথ দেখিয়েছেন মেন্ডিস। আর ৩০ রানে ব্যাট করছেন সাবেক সহঅধিনায়ক মাহমুদউল্লাহ।

এর আগে প্রথম ইনিংসে ৫৮৭ রানে অলআউট হয়েছে সফরকারী শ্রীলঙ্কা। ট্রিপল সেঞ্চুরি (৩১৯) পেয়েছেন দলটির সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ প্রথম ইনিংস : ৪০৯/৮ (ইমরুল ১১৫, শামসুর ১০৬, সাকিব ৫০, নাসির ৪২, মুশফিকুর ২০; পেরেরা ৩/১১৯, মেন্ডিস ৪/৮৪)

শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ৫৮৭/১০ (সাঙ্গাকারা ৩১৯, জয়াবর্ধনে ৭২; সাকিব ৫/১৪৮)

(দ্য রিপোর্ট/সিজি/এজেড/ফেব্রুয়ারি ৬, ২০১৪)