মৌলভীবাজার সংবাদদাতা : জেলার কুলাউড়া উপজেলায় রেলে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুবের খানকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। কুলাউড়া রেলস্টেশন এলাকা থেকে বুধবার রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

কুলাউড়া রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দ্য রিপোর্টকে জানান, গত বছরের ১৯ মার্চ কুলাউড়ার বরমচালে জুবের খান রেললাইন তুলে ফেলেন। এ ঘটনায় কুলাউড়া জিআরপি থানায় রেল কর্মকর্তা আলী আজম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

এ মামলার এজাহারভুক্ত আসামি জুবের খানকে কুলাউড়া রেলস্টেশনের ১ নাম্বার প্ল্যাটফর্ম থেকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার তাকে মৌলভীবাজার আদালতে হাজির করা হবে বলে ওসি জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/টিএফ/ইইউ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ৬, ২০১৪)