সিলেটে ট্রাক ভাঙচুর
সিলেট অফিস : সিলেটে হরতাল চলাকালে ট্রাক ভাঙচুর করেছে শিবিরের নেতাকর্মীরা। নগরীর খাসদবীর এলাকায় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রহমত উল্লাহ দ্য রিপোর্টকে জানান, হরতালে নাশকতা ঠেকাতে সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের নজরদারি রয়েছে।
এদিকে, জনজীবনে হরতালের কোনো প্রভাব পড়েনি। ট্রেন যথারীতি চলছে। সকাল থেকেই দোকানপাট খোলা হয়েছে। নগরীতে হালকা যানবাহন রিকশা ও অটোরিকশা চলাচল করছে।
(দ্য রিপোর্ট/এমজে/ইইউ/এসবি/এজেড/ফেব্রুয়ারি ৬, ২০১৪)