খুলনায় ঝটিকা মিছিল, সড়ক অবরোধ
খুলনা ব্যুরো : বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, টায়ারে আগুন ও সড়ক অবরোধের মধ্য দিয়ে খুলনায় চলছে জামায়াতে ইসলামীর ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল।
সকাল ৮টায় নগরীর টুটপাড়া তালতলায় জামায়াত-শিবিরকর্মীরা ঝটিকা মিছিল বের করে। মিছিল শেষে তারা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। তবে পুলিশ আসার আগেই তারা ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে হরতালে নগরী থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। তবে নগরীতে হালকা যানবাহন ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে নগরীর প্রধান প্রধান সড়কের পাশে দোকানপাট বন্ধ থাকলেও বিভিন্ন মহল্লায় দোকানপাট খোলা রয়েছে।
(দ্য রিপোর্ট/এমএটি/কেএন/শাহ/ফেব্রুয়ারি ৬, ২০১৪)