বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে আভিযোগ গঠনের শুনানি ৩০ মার্চ
দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির ১৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা দ্রুতবিচার মামলায় অভিযোগ গঠনের জন্য ৩০ মার্চ শুনানির দিন ধার্য করেছে আদালত।
বৃহস্পতিবার সকালে মহানগর হাকিম মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম এ আদেশ দেন।
গত বছর মার্চে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক হওয়া জয়নুল আবেদিন ফারুক, আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভীসহ ১৪৮ নেতাকর্মীকে আটক করে পল্টন থানায় মামলা করা হয়।
এ মামলায় বৃহস্পতিবার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। হরতালের কারণে জয়নুল আবেদিন ফারুক, বরকতউল্লাহ বুলুসহ বেশির ভাগ আসামি আদালতে হাজির না হয়ে বিভিন্ন কারণ দেখিয়ে আদালতের কাছে তাদের আইনজীবী জয়নুল আবেদিন মেজবা সময়ের আবেদন করলে আদালত শুনানি শেষে এ দিন ধার্য করে।
(দ্য রিপোর্ট/জেএ/এসবি/শাহ/ফেব্রুয়ারি ৬, ২০১৪)