ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : সরিষাক্ষেতের হলুদিয়া প্রাকৃতিক সৌন্দর্য ভরে তুলেছে দিগন্তজোড়া ফসলের মাঠ। এ যেন প্রকৃতির রূপের খেলা। মাঠে মাঠে এখন ফুলে ফুলে ভরা হলুদ রঙের সরিষার সমারোহ।

জেলার নাসিরনগরে এবার সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। চাষীরা বেজায় খুশি। চলতি মৌসুমে আবহাওয়া প্রতিকূলে থাকায় এ ফসলের কোনো ক্ষতি হয়নি। ফলনও ভালো হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় এবার ৩ হাজার ৫৫০ হেক্টর জমিতে সরিষা চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আবহাওয়া অনুকূল থাকায় অতিরিক্ত ৫ হাজার হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে।

কৃষকরা জানান, সরিষা চাষে দ্বিগুণ লাভ। ফুল ও পাতা ঝরে জৈবসার তৈরি করে জমির উর্বরা শক্তি বৃদ্ধি করে, যার ফলে এ জমিগুলোতে পরবর্তী সময়ে রাসায়নিক সারের প্রয়োজন হয় না। ধানের ফলনও ভালো হয়। তাই এবারের মৌসুমে এ উপজেলায় ব্যাপক সরিষা চাষ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাসুদ হোসেন জানান, ধানের সঠিক মূল্য না পাওয়ায় সরিষা চাষের প্রতি আগ্রহ বাড়ছে কৃষকদের। এ বিষয়ে কৃষি বিভাগ থেকে কৃষকদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/এসকে/ইইউ/এসবি/শাহ/ফেব্রুয়ারি ৬, ২০১৪)