দ্য রিপোর্ট ডেস্ক : নেপালে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে কমপক্ষে ১৪ জন নিহত ও সাতজন আহত হয়েছেন।

রাজধানী কাঠমান্ডু থেকে ৩২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে পালপা জেলায় সিদ্ধার্থ মহাসড়কে বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ৩০০ মিটার গভীর ভালুখোলা নদীতে পড়ে যায়।

প্রশাসনিক কর্মকর্তা শিবরাজ জানান, ওই মহাসড়কটি সরু ও আঁকাবাঁকা। কুয়াশার কারণে স্পষ্টভাবে কিছু দেখা যাচ্ছিল না বলেও জানান তিনি।

রাস্তাঘাটের বেহাল অবস্থা, পুরনো যানবাহন ও বেপরোয়া গাড়ি চালানোর জন্য নেপালে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। (সূত্র : এপি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/শাহ/ফেব্রুয়ারি ৬, ২০১৪)