বাংলাদেশের দুটি প্রস্তুতি ম্যাচ
দ্য রিপোর্ট প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : টোয়েন্টি২০ বিশ্বকাপের আসর বাংলাদেশে বসছে আগামী মার্চে । স্বাগতিক হওয়ার পরও মূল প্রতিযোগিতায় খেলতে পারবে না বাংলাদেশ। প্রথমপর্বে উর্ত্তীণ হয়ে খেলেত হবে মূলপর্বে। টোয়েন্টি২০ বিশ্বকাপের আগে বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।
স্বাগতিক বাংলাদেশের দুই প্রতিপক্ষ সংযুক্ত আর আমিরাত ও আয়ারল্যান্ড। ১২ মার্চ সংযুক্ত আরব আমিরাত ও ১৪ মার্চ আয়াল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই হবে ফতুল্লায়। প্রথম ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে ৩টায়, দ্বিতীয়টি সন্ধ্যা সাড়ে ৭টায়। দুই রাউন্ডের প্রতিযোগিতাটির মূলপর্ব শুরু হবে আগামী ১৬ মার্চ থেকে, চলবে ৬ এপ্রিল পর্যন্ত। প্রথম রাউন্ড ‘বাছাইপর্বে’ আইসিসির সহযোগী ৬টি দেশের সঙ্গে খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
বিজয়ী দুটি দল খেলবে 'সুপার টেন'-এ। বিশ্বকাপের দুই ধাপে ১৬টি প্রস্তুতি ম্যাচ হবে। এর ৮টি হবে প্রথম রাউন্ড শুরুর আগে। আর বাকি ৮টি হবে প্রথম রাউন্ড চলার সময়, যেখানে খেলবে সুপার ‘টেন’-এ আগে থেকেই নাম লেখানো র্যাংকিংয়ের প্রথম ৮টি দল।
টোয়েন্টি২০ বিশ্বকাপের ‘বাছাইপর্ব’ হিসেবে বিবেচিত প্রথম রাউন্ডের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ‘এ’ গ্রুপে স্বাগতিকদের অন্য দুই প্রতিপক্ষ নেপাল ও হংকং। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৬ মার্চ হবে উদ্বোধনী ম্যাচ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৮ মার্চ নেপাল এবং ২০ মার্চ হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। মূলপর্ব শুরু হবে ২১ মার্চ ঢাকায় ভারত-পাকিস্তানের ম্যাচ দিয়ে। একই সময় চলবে মেয়েদের টোয়েন্টি২০ বিশ্বকাপও।
(দ্য রিপোর্ট/আরআই/সিজি/এজেড/ফেব্রুয়ারি ৬, ২০১৪)