ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহে হরতালে নাশকতার অভিযোগে তবিবুর রহমান (৪০) নামে এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগে এক জামায়াত নেতাকে আটক করা হয়। তিনি উপজেলার নাটিয়া ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড জামায়াতের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

(দ্য রিপোর্ট/আরএইচ/ইইউ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ৬, ২০১৪)