রাঙ্গামাটিতে পুলিশের ধাওয়ায় সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু
রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটিতে পুলিশের ধাওয়ায় কাপ্তাই লেকের পানিতে পড়ে সলিল সমাধি হয়েছে সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউল হক কমলের।
বৃহস্পতিবার ভোররাতে শহরের তবলছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ছাত্রলীগ নেতা শহরের আসামবস্তি এলাকার মুক্তিযোদ্ধা নাজমূল হকের ছেলে।
নিহত কমল ২০১৩ সালের ৬ নভেম্বর বন্যপ্রাণী তক্ষক পাচারের অভিযোগে মুন্সীগজ্ঞ সদর থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দায়ের করা মামলার (মামলা নং-৩৩/১৩) ওয়ারেন্টভূক্ত আসামি ছিলেন।
এই মামলায় বুধবার রাতে কমলকে ধরার জন্য পুলিশ ধাওয়া দেয়। এ সময় কমল মিনিষ্ট্রিয়াল ক্লাবের পেছনে কাপ্তাই হ্রদে ঝাপিয়ে পড়েন। পুলিশও পানিতে ঝাঁপ দেয়। পরে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
এদিকে ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে রাঙ্গামাটি শহরে বিক্ষোভ মিছিল করে জেলা আওয়ামী লীগ। সমাবেশ থেকে আওয়ামী লীগ নেতৃবৃন্দ আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাঙ্গামাটি পুলিশ সুপার ও রাঙ্গামাটি কোতয়ালী থানার ওসির অপসারণের দাবি করেন। অন্যথায় রবিবার থেকে রাঙ্গামাটিতে অনির্দিষ্টকালের হরতালের কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, আকবর হোসেন চৌধুরী, নূর মো. কাজল, শাহ এমরান রোকন প্রমুখ।
(দ্য রিপোর্ট/এমএ/এসবি/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)