দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষিণ আফ্রিকার একটি স্বর্ণখনিতে আগুন ও ধসের ঘটনায় ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আরো একজন খনি শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে দেশটির সরকার জানিয়েছে।

জোহানেসবার্গের পশ্চিমে ডর্নকপ খনিতে ভূপৃষ্টের ১৭০০ মিটার গভীরে মঙ্গলবার সন্ধ্যায় আগুন লাগে।

নিহতদের মৃতদেহ খনি থেকে বাইরে আনা হয়েছে বলে খনির মালিক হারমনি গোল্ড জানিয়েছেন।

আগুন লাগা ও ধসের কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। তবে ভূকম্পনের কারণে ধস নেমে আগুল লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/এজেড/ফেব্রুয়ারি ৬, ২০১৪)