বরিশালে হরতালের প্রভাব নেই
বরিশাল সংবাদদাতা : জামায়াতের আমির ও সাবেক মন্ত্রী নিজামীকে ফাঁসির আদেশের প্রতিবাদে ডাকা বৃহস্পতিবারের হরতালে বরিশালের জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি। কেবল দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া সবকিছু স্বাভাবিক রয়েছে।
সকাল ৭টার দিকে জামায়াত-শিবিরকর্মীরা নবগ্রাম সড়কে পিকেটিং করতে চাইলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সরে পড়েন। এছাড়া আর কোথাও মিছিল বা পিকেটিং হয়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরীর দোকানপাট খুলতে শুরু করে। অভ্যন্তরীণ রুটে লঞ্চ ও বাস চলাচল স্বাভাবিক রয়েছে। স্কুল-কলেজ, অফিস-আদালতের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।
নগর পুলিশের উপ-কমিশনার (সদর) সোয়েব আহমেদ জানান, আইনশৃঙ্খলা রক্ষায় নগরীতে পুলিশের পাশাপাশি র্যাব মোতায়েন করা হয়েছে।
(দ্য রিপোর্ট/বিএস/এফএস/এমডি/এজেড/ফেব্রুয়ারি ৬, ২০১৪)